১০৫ বছর বয়সে মহিলার ডিপ্লোমা সার্টিফিকেট

বিস্ময়কর ডেস্ক: মাথায় ক্যাপ, পরনে গাউন। ঘিরে রয়েছে চার নাতি, আট পুতি ও পুতিদের ৫ সন্তান। এতগুো প্রজন্মকে সাক্ষী রেখে সাম্মানিক হাই স্কুল ডিপ্লোমা গ্রহণ করলেন আমেরিকার পেনসিলভ্যানিয়ার থেরেসিয়া ব্র্যান্ডল। বয়স বেশি না, মাত্র ১০৫।


কিশোরী থেরেসিয়া ছিলেন স্থানীয় স্টো হাই স্কুলের ছাত্রী। অসুস্থ মায়ের দেখভাল’র জন্য একসময় পড়াশোনা ছেড়ে দিতে হয় তাকে। পরে স্কুলটি মিশে যায় আর একটি স্থানীয় স্কুলের সঙ্গে। নাম হয় স্টো-রক্স হাই স্কুল।


পরিবারের চাপে পড়াশোনা শেষ করতে না পারায় দুঃখ ছিল থেরেসিয়ার। তা লুকোননি কখো তন। বিষয়টি জানাজানি হতে এগিয়ে আসে টুইলাইট উইশ ফাউন্ডেশন নামে একটি সংস্থা। এদের কাজ, ৬৫ বছরের বেশি বয়সী মানুষের অপূর্ণ সাধ পূরণ করা। এদের হস্তক্ষেপে স্টো-রক্স হাই স্কুল থেরেসিয়ার হাতে সাম্মানিক হাই স্কুল ডিপ্লোমা তুলে দেয়।


থেরেসিয়ার এখনকার ঠিকানা স্থানীয় একটি নার্সিংহোম। সেখানেই ডিপ্লোমার সার্টিফিকেট গ্রহণ করেন তিনি। ডিপ্লোমার সার্টিফিকেট গ্রহণ করে বেজায় খুশি থেরেসিয়া।



১০৫ বছর বয়সে মহিলার ডিপ্লোমা সার্টিফিকেট

Comments

Popular posts from this blog

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

বাচ্চাদের কেনো ভাতের মাড় খাওয়াবেন জেনে নিন!

রোজায় সুস্থ থাকার প্রয়োজনীয় কিছু টিপস