পুরুষের যৌন ইচ্ছা বাড়িয়ে দেয় যে খাবার!

পুরুষদের যৌন ইচ্ছা বাড়িয়ে দেয় যে খাবার!


ইউনিভার্সিটি অব গ্রনবেলের বিজ্ঞানীরা ১৮ থেকে ৪৪ বছরের ১১৪ জন পুরুষের ওপর একটি গবেষণা চালিয়ে বের করেন যে, ‘হট’ খাবার ছেলেদেরকে ‘হট’ করে।


তারা বলেন, যেসব পুরুষেরা মসলা জাতীয় খাবার বেশি খেতে ভালোবাসেন, তাদের শরীরে টেস্টসটেরনের মাত্রা বেশি থাকে। যা পুরুষের যৌন ক্রিয়ায় সহায়ক।
পুরুষের যৌন ইচ্ছা বাড়িয়ে দেয় যে খাবার!বিজ্ঞানীরা গবেষণার জন্য এই পুরুষগুলোকে মসলাদার ম্যাশ পটাটো (আলু ভর্তা) খেতে দেয় ঝাল সস আর লবণ দিয়ে। কারা বেশি ঝাল সস দিয়ে খাবার খায় সেদিকে গবেষকরা নজর রাখেন। আর যারা বেশি ঝাল সস দিয়ে খাবার খেয়েছেন তাদের লালা সংগ্রহ করেন টেস্টসটেরনের মাত্রা নিরূপণ করেন এবং তারা দেখেন যে ঝাল সস ও টেস্টসটেরনের মাত্রার সঙ্গে পরিষ্কার অর্থেই পারস্পরিক সম্পর্ক রয়েছে।


এই গবেষণাপত্রের সহ-রচয়িতা লরেন্ত বেগ জানান, নিয়মিত মসলাদার খাবার টেস্টসটেরনের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে। তবে এটা কীভাবে কাজ করে তা এখনও জানা যায়নি। টেস্টসটেরনের মাত্রা কমের সঙ্গে আলস্য অথবা বিষাদগ্রস্ত হওয়ার সম্পর্ক রয়েছে। ফিজিওলজি অ্যান্ড বিহেইভিয়র জার্নালে প্রকাশিত হয়েছে ‘সাম লাইক ইট হট’ নামের এই গবেষণাপত্র ।



পুরুষের যৌন ইচ্ছা বাড়িয়ে দেয় যে খাবার!

Comments

Popular posts from this blog

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

বাচ্চাদের কেনো ভাতের মাড় খাওয়াবেন জেনে নিন!

রোজায় সুস্থ থাকার প্রয়োজনীয় কিছু টিপস