বঙ্গবন্ধু হলেন বাঙালির সেই আপন ব্যক্তি
বাঙালির ইতিহাসে তিনি শ্রেষ্ঠতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালির সেই আপন ব্যক্তি, যিনি কিনা এই কথাগুলো আমাদের হয়ে প্রকাশ করেছিলেন। আমরা এই প্রজন্ম তাঁকে দেখিনি, শুনেছি আর পড়েছি কিছু কিছু। দুঃখের বিষয় একাধিকবার এই তরুণ প্রজন্মকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করা হয়েছে মিথ্যা ইতিহাস দিয়ে। সময়ের পটপরিবর্তনের সঙ্গে ইতিহাস বইয়ের পাতার ছবি পালটেছে। এর পরেও কিছু সত্য চাপা থাকে না। দেশ স্বাধীন হওয়ার পর সাময়িক অস্থিরতার বাইরে গিয়ে দেখলে তাঁর মতো বিশ্বমানের নেতা পাওয়া আমাদের জন্য ছিল পরম সৌভাগ্যের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাদিয়া মনে করেন, নেতা অনেকেই হতে পারেন, নেতৃত্বদানের ক্ষমতাও অনেকের থাকতে পারে, কিন্তু এমন নেতা পেয়েছি কজন, যিনি বলবেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না! আমি বাংলার মানুষের অধিকার চাই। সেটা শুধু বক্তৃতাই ছিল না, ছিল এক ধরনের অঙ্গীকার।