ঘন ঘন শেভ করলে কি দাড়ি পাকে?

মুখে দাড়ি হওয়া পুরুষদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। একটি নির্দিষ্ট বয়সের পর প্রত্যেক পুরুষের দাড়ি হয়। তবে কেউ দাড়ি রাখতে পছন্দ করেন, আবার কেউ বা সব সময় ক্লিন শেভ করতে পছন্দ করেন। অনেকেরই ধারণা, ঘন ঘন শেভ করলে দাড়ি খুব দ্রুত পেকে যায়। এই ধারণা কি ঠিক? আসুন দেখি, বিশেষজ্ঞ চিকিৎসকরা কী বলেছেন।




[caption id="" align="alignright" width="280"]ঘন ঘন শেভ করলে কি দাড়ি পাকে ঘন ঘন কামালে দাড়ি পাকে—এ কথাটি সঠিক নয়। এটি একটি ভ্রান্ত ধারণা।[/caption]

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘আসলে ঘন ঘন শেভ করার সঙ্গে দাড়ি দ্রুত পাকার কোনো সম্পর্ক নেই। এর কোনো বৈজ্ঞানিক যুক্তিও নেই। সাধারণত প্রাকৃতিক কারণে যেমন চুল পাকে, তেমনি দাড়িও পাকে।’


দাড়ি পাকার কারণ হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘সাধারণত বয়স বাড়লে দাড়ি পাকে। কিছু কিছু রোগ হলে দ্রুত দাড়ি পাকে। এমনকি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগতে থাকলেও দ্রুত দাড়ি পেকে যায়। যেমন : ক্যানসার, যক্ষ্মা ইত্যাদি। এ ছাড়া অপুষ্টির কারণে অনেক সময় দ্রুত দাড়ি পাকার সমস্যা হয়। শরীরে ভিটামিন-এ, ই ইত্যাদির ঘাটতি হলে দ্রুত দাড়ি পাকার বিষয়টি ঘটতে পারে।’


কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ডা. সাবিকুন নাহার বলেন, ‘আসলে ঘন ঘন কামালে দাড়ি পাকে—এ কথাটি সঠিক নয়। এটি একটি ভ্রান্ত ধারণা। প্রকৃতগত কারণেই মূলত দাড়ি পাকে।’


সময়ের আগে বা দ্রুত দাড়ি পাকা প্রতিরোধে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘পুষ্টিকর খাবার খেতে হবে। দাড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো মানের শেভিং ক্রিম ব্যবহার করতে হবে।’



ঘন ঘন শেভ করলে কি দাড়ি পাকে?

Comments

Popular posts from this blog

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

বাচ্চাদের কেনো ভাতের মাড় খাওয়াবেন জেনে নিন!

রোজায় সুস্থ থাকার প্রয়োজনীয় কিছু টিপস