জেনে নিন কিভাবে এলো মে দিবস
হাজার বছরের বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের মে মাসে বুকের তাজা রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। আর শ্রমিকের সেই তপ্ত রক্তের সিঁড়ি বেয়েই আসে মহান মে, মে দিবস। ১৮৮৬ সালের মে মাসে শ্রমিকদের অধিকার আদায়ের এক ঐতিহাসিক আন্দোলন ও সংগ্রামের পুণ্যস্মৃতির সম্মানে দিনটি পালিত হয় সারা বিশ্ভে। তবে শ্রমিকরা আজও হন নির্যাতিত, পান না তাদের ন্যায্য মজুরি।