শিশুকে গোসল করান একদিন পরপর
শিশুদের গোসল করানোর ব্যাপারে অনেকেই বেশ আশঙ্কায় থাকেন শিশুর লালন-পালন বাবা-মায়ের বড় দায়িত্ব। প্রত্যেক বাবা মা চান শিশুর সর্বোচ্চ যত্ন নিতে। তবে এই যত্ন নিতে গিয়ে তারা প্রায়ই কিছু সমস্যার সম্মুখীন হন বা অনেক সময় বুঝে উঠতে পারেন না কীভাবে যত্ন নিলে শিশুটি ভালো থাকবে। এই জন্য তাঁরা অনেক সময়ই উদ্বিগ্ন হয়ে পড়েন।